বিখ্যাত হ্রদসমূহ-BCS




বিখ্যাত হ্রদসমূহ

হ্রদ বিষয়ক প্রশ্নোত্তর

Q.হ্রদ কাকে বলে?
A.চারদিকে স্থল দ্বারা বেষ্টিত জলরাশি

Q.পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
A.বৈকাল হ্রদ।

Q.পৃথিবীর বৃহত্তম সুপেয় পানির হ্রদ কোনটি?
A.সুপিরিয়র।

Q.বিশ্বেও বৃহত্তম হ্রদ কোনটি?
A.কাস্পিয়ান সাগর।

Q.সুপিরিয়র হ্রদটি কোথায় অবস্থিত ?
A.যুক্তরাষ্ট্র ও কানাডা।

Q.জর্ডানের ডেড সি কোন ধরনের হ্রদ?
A.সুপেয় পানির হ্রদ।

Q.কাস্পিয়ানের সাগর কোথায় অবস্থিত ?
A.আজারবাইজান ও ইরান।

Q.ভিক্টোরিয়া হ্রদটির অবস্থান কোথায়?
A.উগান্ডা, কেনিয়াও তাঞ্জানিয়া।

Q.আরল হ্রদটি কোথায় অবস্থিত ?
A.রাশিয়া।

Q.গুরন হ্রদটি কোথায় অবস্থিত ?
A.যুক্তরাষ্ট্র ও কানাডা।

Q.মিসিগান হ্রদটি কোথায় অবস্থিত ?
A.যুক্তরাষ্ট্র ।

Q.বৈকাল হ্রদটি কোথায় অবস্থিত ?
A.দক্ষিণ সাইবেরিয়া।

Q.টাঙ্গানিকা হ্রদের অবস্থান কোথায়?
A.কঙ্গো, জাম্বিয়া, তাঞ্জানিয়া ও বুরুন্ডি।

Q.গ্রেট বিয়ার হ্রদ কোথায় অবস্থিত ?
A.কানাডা।

Q.গ্রেট স্নেভ হ্রদটি কোথায় অবস্থিত?
A.কানাডা।

Q.নায়াসা হ্রদ কোথায় অবস্থিত?
A.মালাবি, জাম্বিয়া, তাঞ্জানিয়া ও বুরুন্ডি।

Q.ইরি হ্রদটি কোথায় অবস্থিত ?
A.যুক্তরাষ্ট্র ও কানাডা।
বিখ্যাত হ্রদসমূহ-BCS বিখ্যাত হ্রদসমূহ-BCS Reviewed by Fojla Rahman Zia on November 09, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.