ক্রায়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপির গবেষণায় ৩ বিজ্ঞানীর নোবেল

--ক্রায়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপির গবেষণায় ৩ বিজ্ঞানীর নোবেল...
-ক্রায়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপির গবেষণায় ৩ বিজ্ঞানীর নোবেল

ক্রায়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপির গবেষণায় ৩ বিজ্ঞানীর নোবেল.

প্রাণিদেহের রসায়নে একেবারে আণবিক পর্যায়ে আসলে কী ঘটে, সেই ছবি ধারণ করতে ক্রায়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপির উন্নয়ন ঘটিয়ে রসায়নের নোবেল জিতে নিয়েছেন তিন বিজ্ঞানী।

news

general knowledge page
“গবেষকরা এখন কোষের আণবিক পর্যায়ের যে কোনো অবস্থার ছবি ধারণ করে ধারণ করতে পারবেন, যা জীবনের মৌলিক রসায়ন বোঝার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ তৈরির ক্ষেত্রে সহায়ক হবে।”
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস বুধবার এ পুরস্কারের জন্য সুইজারল্যান্ডের জাক দুবোশে, জার্মান বংশোদ্ভূত আমেরিকান ইওয়াখিম ফ্রাঙ্ক এবং স্কটিশ রিচার্ড হেন্ডারসনের নাম ঘোষণা করে।
অ্যাকাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আণবিক পর্যায়ে প্রাণ রসায়নের গবেষণায় এতদিন ফাঁক থেকে যেত কারণ বিদ্যমান প্রযুক্তি দিয়ে ওই পর্যায়ের ছবি পাওয়া সম্ভব ছিল না। ক্রায়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপি তা সম্ভব করেছে। ওই তিন বিজ্ঞানীর গবেষণা বায়োকেমিস্ট্রিকে পৌঁছে দিয়েছে নতুন যুগে।
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির গবেষক ইওয়াখিম ফ্রাঙ্ক জন্মগ্রহণ করেন ১৯৪০ সালে জার্মানিতে। ১৯৪৫ সালে স্কটল্যান্ডে জন্ম নেওয়া রিচার্ড হেন্ডারসন কেমব্রিজের এমআরসি ল্যাবরেটরি অব মলিকিউলার বায়োলজির গবেষক। আর ১৯৪২ সালে সুইজারল্যান্ডে জন্ম নেওয়া জাক দুবোশে অধ্যাপনা করেন লোজান বিশ্ববিদ্যালয়ে।
© Copyright 2017 general knowledge
ক্রায়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপির গবেষণায় ৩ বিজ্ঞানীর নোবেল ক্রায়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপির গবেষণায় ৩ বিজ্ঞানীর নোবেল  Reviewed by Fojla Rahman Zia on October 25, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.